ছোট্ট একটা গ্রাম ছিল সে গ্রামে অনেক ধরনের মানুষ বসবাস করে। সে গ্রামেই ছিল একটি অদ্ভুত বিড়াল। বিড়ালটা শুধু প্রত্যেক দিন রাতের বেলায় দেখা যেত। আর বিড়ালটা প্রত্যেকদিন রাতে গ্রামের চারিদিকে রাস্তা দিয়ে ঘুরে। গ্রামের মানুষগুলো বিড়ালটাকে খেয়াল করে যে প্রত্যেক দিন রাতের বেলায় শুধু দেখা যায়।গ্রামের মানুষজন অনেক ভয় পেয়ে যায় যে বিরাটা প্রত্যেক দিন রাতের বেলায় দেখা যায় এই বিড়ালটাকে দেখে মানুষ গ্রামের মানুষজনগুলো তো ভয় পাবে।তখন গ্রামের মানুষজন বলে যে আজকে রাতে সবাই একসাথে মিলে আমরা দেখব যে বিড়ালটা কি করে। রাতের বেলায় সব মানুষজন একসাথে হয়। কিছুক্ষণ পর দেখতে পাই যে বিড়ালটা রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটছিল আর গ্রামের চারপাশে ঘুরছিল। গ্রামের মানুষজন গুলো দেখে যে বিড়ালটা আমাদের তো কোন ক্ষতি করছে না।তখন গ্রামের মানুষজন চিন্তা করে এই বিড়ালটা আমাদের গ্রামের রাত্রে বেলায় কোন কিছু না হয় এইজন্য পাহারা দেয়।গ্রামের সব মানুষ তো বিড়াল টাকে অনেক ভালোবেসে ফেলে। তাই গ্রামের প্রত্যেক মানুষ রাতের বেলায় বিড়ালটাকে প্রত্যেকদিন খাবার দিয়ে থাকে।টানের ভিতর এক শয়তান মানুষ মনে করে যে না এ গ্রামের কোন উপকার করছে না। তাই সে রাতের বেলায় বিলায়ের খাবারের ভিতরে বিষ মাখিয়ে দেয়।শেখ খাওয়াটা খেয়ে বিড়ালটা ছটফট করতেছিল। গ্রামের মানুষজন এসে দেখে যে বিলাই টা খুব কষ্ট পাচ্ছে। বিড়াল তার কষ্ট দেখে গ্রামের মানুষজন এ্যাংগো বারে হতাশ হয়ে পড়ে।ঠিক শেষ সময় একটা অদ্ভুত আলো সামনের দিকে আসছে। মানুষজন ভয় পেয়ে সরে যেতে থাকে। ওই আলোটা বিড়ালের কাছে এসে মানুষ হয়ে যায়।গ্রামের মানুষ এই দৃশ্যটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে এইটা কি হলো। তখন ওই মানুষটা বিড়ালটাকে কোলের ভেতর নিয়ে নেয়। বিড়ালটা আস্তে আস্তে সুস্থ হতে লাগে, আর কিছুক্ষণের মধ্যে একেবারে সুস্থ হয়ে যায়।বিলাই টা সুস্থ হওয়ার পর তার মুখের জবান ফিরে আসে। তখন বিড়ালটা বলে যে গ্রামের ওই মানুষটা আমার খাবারের ভিতর বিষ মাখিয়ে দিয়েছিল তাই আমার এরকম হয়েছে।এই কথা শুনে মানুষগুলো তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। যে বিড়াল আবার কথা বলতে পারে মানুষের লাগান। আর সব মানুষ মনে করে যে ও কেনে বিষ দিয়েছে বিড়ালকে ওকে ধরে গ্রামের মানুষজন মিলে ওকে ধরে বেঁধে ফেলে।আর ওই অদ্ভুত আলোর মানুষটা তখন বলে যে আমি এর বিচার করব।তখন ওই মানুষটা বলে ফেলে যে আজ থেকে তুই বিড়াল হয়ে এই গ্রামে সারারাত পাহারা দিবি। গ্রামের মানুষজন এই কথাটা শুনে তো বিশ্বাসই করতে পারছিল না।ঠিক সেই সময় ওই মানুষটা বিড়াল হয়ে যায়। গ্রামের মানুষজন এই দৃশ্যটা চোখ দিয়ে দেখে তো একেবারে অবাক হয়ে গেল।আর ওই অদ্ভুত বিড়াল আর অদ্ভুত আলোর মানুষটা গায়েব হয়ে গেল।আর যে মানুষটা বিড়াল হয়ে গেল সে সামনে দিকে আস্তে আস্তে করে যেতে লাগে। গ্রামের সব মানুষ জন তোমরা যার যার নিজের বাড়ি চলে যাও।এই ছিল একটা অদ্ভুত গ্রামের অদ্ভুত বিড়ালের গল্প?
0 Comments