ছোট্ট একটা গ্রাম গ্রামের শেষ এর দিকে ছোট্ট একটা বাড়ি বাড়ির সামনে অদ্ভুত একটা পুকুর ছিল

 

https://skstorymedia.blogspot.com

একটা ছোট্ট গ্রাম, চারপাশে গাছপালা আর ফসলের ক্ষেত। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট পুরনো বাড়ি। সেই বাড়ির সামনে একটা পুকুর, যা নিয়ে গ্রামজুড়ে নানান গুঞ্জন। পুকুরটাকে সবাই চেনে "টরী" নামে। এই নামটাও যেন এক রহস্য।

সন্ধ্যা নামলে পুরো গ্রাম যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন "টরী" পুকুরটা যেন অদ্ভুত এক প্রাণ ফিরে পায়। গ্রামবাসীর বিশ্বাস, টরীর পানির নিচে লুকিয়ে আছে এক আলাদা জগৎ। রাতের অন্ধকারে পুকুরের পানি যেন কোনো আলোর ছোঁয়ায় উজ্জ্বল হয়ে ওঠে, যদিও আসলে সেখানে কোনো বাতিই নেই। অনেকেই বলে, এই পুকুরের কাছে গেলে তারা ফিসফিসানি আর অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন পানির নিচে কেউ কথা বলছে বা গল্প করছে।

লোকমুখে প্রচলিত, কোনো এক পূর্ণিমা রাতে গ্রামবাসী একসঙ্গে সেই আলো দেখেছিল পুকুরের জলে, আর সেই থেকেই পুকুরটার নাম "টরী" রেখেছিল।

Post a Comment

0 Comments